গুগলে কিছু সার্চ দিতে সাবধান


 কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouTube, Facebook, Instagram- যেখানেই যাই শুধু বড়লোকী বিজ্ঞাপন!


এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা... প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার... আপনার অপেক্ষায় মিশরের পিরামিড... অগ্রীম বুকিং দিন IPhone 16... কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি...


কত আর সহ্য করা যায়?


বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি- "ছিড়া জুতা সেলাই করার উপায় কি?"'


আলহামদুলিল্লাহ্...

সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে YouTube আমাকে দেখাচ্ছে মাত্র ১২০ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল, সাথে ১০ টাকা ক্যাশব্যাক!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমি স্টার সেন্ড করি তবে তা কোনো প্রলোবন দেখিয়ে কাউকে বন্ধুত্ব করতে বাধ্য করার জন্য নয় বরং বন্ধুত্বের একটি চিরস্থায়ী সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে। ভালোবাসা তো মনের গভীরতম অনুভূতি, যা হৃদয়ের গভীরে রাখা এক স্পর্শকাতর বিষয়। এই ভালোবাসা নিঃস্বার্থভাবে সবাইকে দেওয়া যায়, কিন্তু এ ভালোবাসার পরিপূর্ণতা সবাই লাভ করতে পারে না। কেবলমাত্র তাদের জন্যেই এ ভালোবাসা বিরাজমান থাকে, যারা ভালোবাসার অন্তর্নিহিত মূল্যকে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম এবং যারা এই মূল্যবোধকে সদা নিরাপদে রাখতে সচেষ্ট থাকে।

পর্দা হিজাব কতখানি ধর্ষন ঠেকায়