আমি স্টার সেন্ড করি তবে তা কোনো প্রলোবন দেখিয়ে কাউকে বন্ধুত্ব করতে বাধ্য করার জন্য নয় বরং বন্ধুত্বের একটি চিরস্থায়ী সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে। ভালোবাসা তো মনের গভীরতম অনুভূতি, যা হৃদয়ের গভীরে রাখা এক স্পর্শকাতর বিষয়। এই ভালোবাসা নিঃস্বার্থভাবে সবাইকে দেওয়া যায়, কিন্তু এ ভালোবাসার পরিপূর্ণতা সবাই লাভ করতে পারে না। কেবলমাত্র তাদের জন্যেই এ ভালোবাসা বিরাজমান থাকে, যারা ভালোবাসার অন্তর্নিহিত মূল্যকে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম এবং যারা এই মূল্যবোধকে সদা নিরাপদে রাখতে সচেষ্ট থাকে। লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ অক্টোবর ১৬, ২০২৫ আরও পড়ুন